শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 10:56 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়া সদর আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে বিজয়ী করতে শ্রমিকলীগের নির্বাচনী সমন্বয়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে শহরের টেম্পল রোডস্থ দলীয় সংগঠনের জেলা শাখার আহবায়ক কামরুল মোর্শেদ আপেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলার সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামানিক সিজারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলার যুগ্ম আহবায়ক সৈয়দ মাকসুদ আহমেদ মনি, জুলফিকার আলী জুয়েল, সদস্য গোলাম মোস্তফা, মোজাম্মেল মন্ডল মোজাম, শাহীন মন্ডল, আজিজুল শেখ, জাকিউল হক জীবন, সাদিকুল ইসলাম সাদিক, সদরের রায়হানুর রহমান রোহান, পৌর শ্রমিকলীগের হাসান তালুকদার, মুনতাসীর আহমেদ প্লাবন, সোহানুর রহমান শিমুল, মোফাজ্জল হোসেন মুন্না, মোরশেদুল কবির, হাফিজুর রহমান মনি, স্বাধীন, আতিকুল ইসলাম, মাজেদ হোসেন বাটু, সোবহান খলিফা এবং শাজাহান প্রাং প্রমুখ।