শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 01:23 pm
শাহ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ-শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিজেস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগে সহ সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী । কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিতপল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রবীন সাংবাদিক আজিজুর রহমান ডল,
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান খান, সহসভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক শফি উদ দৌলা চিশতী, দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ দিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক নূরুল প্রমূখ।
এসময় বক্তৃতারা বলেন, ফারুক আহমেদ চৌধুরী একজন মানবিক হৃদয়ের মানুষ। তিনি এ জেলারই সন্তান। আমাদের এই এলাকায় প্রচুর শীত পরে। গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা মহৎ কাজ। নিজেস্ব অর্থায়নে নিজ হাতে কম্বল বিতরণ করায় উদারতার উদাহরণ সৃষ্টি করেছেন জামালপুরবাসীর নিকট।
ফারুক আহমেদ চৌধুরী বলেন, আমাদের এই অঞ্চলে প্রচণ্ড শীত। যারা শীতে কষ্ট করছে, তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি মনে করি, সকলে এগিয়ে আসলে শীতার্তদের কষ্ট কিছুটা লাঘব হবে।’