শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
31 Dec 2024 03:13 am
৭১ভিশন ডেস্ক:- বাংলার মাটিতে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।
তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে বৈশ্বিক সংকট মোকাবিলা করছে। মানুষ কিছুটা কষ্টে আছে। তবে, এ সংকট কেটে যাবে।
শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘একটি গোষ্ঠী দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করছে। তারা দেশকে ধ্বংস করতে চায়। কিন্তু সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায়।’
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি জঙ্গিগোষ্ঠীকে মদদ দিয়ে মাঠে নামানোর চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ আজ বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদের সব আস্ফালন আওয়ামী লীগ ব্যর্থ করে দেবে।’