শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 01:41 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে পাঠক নন্দিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। পত্রিকার স্থানীয় প্রতিনিধি এবিএস লিটনের বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনোয়ারুল ইসলাম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির মহিমাগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম মাহমুদুল হক, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক করতোয়া পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি মনজুর হাবীব মনজু, দৈনিক সময়ের আলো পত্রিকা উপজেলা প্রতিনিধি মানিক সাহা, মহিমাগঞ্জ কলেজের প্রভাষক শাহারুল হুদা সাজু, স্থানীয় সমাজ সেবক ফেরদৌস আলম ও বাবলু মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।