শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 02:01 am
আল আমিন মন্ডল( গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল বাকী পাইকার, ভোরের দর্পণ পত্রিকার গাবতলী উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি রায়হান রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক (করতোয়া), জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি আবু মুসা (ভোরের কাগজ), প্রেসক্লাবের সহ-সভাপতি সাব্বির হাসান (যায়যায়দিন ও চাঁদনী বাজার), সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল(উত্তরকোণ ও ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান (সাতমাথা ও ভোরের ডাক), গাবতলী ব্যবসায়িক কমিটির সভাপতি ফজলুল বারী খোকন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির, সাংবাদিক আমিনুল আকন্দ (প্রভাতের আলো ও আমার সুন্দর দেশ), নজরুল ইসলাম (জয়যুগান্তর), ছামিউল ইসলাম শামীম (আনন্দ টিভি), রিয়াজ আহম্মেদ (চ্যানেল এস প্রতিনিধি), তোয়াব রহমান (চ্যানেল এস ক্যামেরা পারসন), আরিফুর রহমান বয়েল (মুক্তবার্তা ও আনন্দ বাজার), আতোয়ার রহমান বিপ্লব (মায়ের আঁচল ও সময়ের কাগজ), শ্যামল সরকার (অললাইন সু-প্রভাত ও ৭১ভিষণ) প্রমুখ। শেষে ভোরের দর্পণ পত্রিকার আরো সফলতা ও প্রসারতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এরআগে এক র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।