শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 06:11 am
৭১ভিশন ডেস্ক:- বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের ছেলে কৃষিবীদ অরুন রায় সিটনের সহধর্মীনি স্বর্গীয় কাব্যশ্রী পাল বর্ষা স্মৃতি সংঘের উদ্যোগে ব্যাডমিল্টন প্রতিযোগিতা-২০২৩’র উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার বিকেলে তেলিহাটা পাঁচানীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ব্যাডমিল্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সুখানপুকুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান আলম। সুখানপুকুর এম আর এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শরৎ চন্দ্র রায় এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর সহকারী কর্মকর্তা আতোয়ার রহমান খন্দকার, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবীদ অরুন রায় সিটন, সোনারায় ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রাঙ্গা, সুখানপুকুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলাদ্রী শেখর সিংহ বিটু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা, আ’লীগ নেতা সাখাওয়াত হোসেন শিমু, নুরে আলম জানি, সুখানপুকুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পলাশ রায় পলান, যুগ্ম আহবায়ক মতিন, সদস্য মোমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু হানজালা সরকার ছঈম, সোনারায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তরি, ইউপি সদস্য সামছুল আলম সহ এলাকার শতশত জনগন। উদ্বোধনী খেলায় অংশ নেয় সোনাতলা স্পোর্টিং একাদ্বশ বনাম ইয়ং স্টার ক্লাব নন্দীগ্রাম। উক্ত খেলায় সোনাতলা স্পোর্টিং একাদ্বশ বিজয়ী হয় বলে জানা যায় ।