শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 05:52 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। হিম ঠান্ডা কুয়াশায় নাকাল জনজীবন। কনকনে এ শীতের অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে পাশে দাঁড়াল গাইবান্ধার ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মতিয়ারের পরিবার।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার মোমিনান রোড এলাকায় শীতবস্ত্র হিসেবে দুই শতাধিক কম্বল বিতরণ করে।
গাইবান্ধা মমিনান রোডস্থ ভাষা সৈনিক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান স্মরণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে তার পরিবার। এসময় উপস্থিত ছিলেন- তার দুই মেয়ে মরিয়ম আক্তার বানু লাইলু, মাসুদা বেগম কনা প্রমুখ।