শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 08:24 am
৭১ভিশন ডেস্ক:- ব্যাংকার্স ক্লাব, বগুড়া কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আহমেদ জামালকে শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের হোটেল লা-ভিলায় সংবর্ধনা প্রদান করা হয়।
সভাপতি ব্যাংকার্স ক্লাব, বগুড়া এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এএফএম শাহীনুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনায় রাকাব জোনাল ম্যানেজার (উত্তর) শাহীনুর ইসলাম ও সোনালী ব্যাংক, শেরপুর রোড শাখা ম্যানেজার, আলেয়া ফেরদৌস রনি অনুষ্ঠানটি পরিচালনা করেন।
বক্তব্য রাখেন পরিচালক, বাংলাদেশ ব্যাংক ও সিনিয়র সহ-সভাপতি, ব্যাংকার্স ক্লাব, যথাক্রমে রফিকুল ইসলাম , গোবিন্দ লাল গাইন এবং শাহেদ আলী। ডি.জি.এম সোনালী ব্যাংক আঃ রাজ্জাক, ডি.জি.এম অগ্রনী ব্যাংক শাহাজাহান মিয়া, আ লিক প্রধান, অগ্রনী ব্যাংক মতিউর রহমান এবং সেক্রেটারি, ব্যাংকার্স ক্লাব, আঃ রাজ্জাক।
অনুষ্ঠানে ডেপুটি গর্ভনর আহমেদ জামাল, ব্যাংক ও অধিক- সংস্থাগুলো সম্পর্কে এবং ব্যাংকর্সদের স্বার্থসংশ্লীষ্ট বিষয়ে বিভিন্ন বক্তব্য রাখেন। পরিশেষে নৈশ্য ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।