শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 05:56 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- এক গৃহবধূর গর্ভ থেকে ভূমিষ্ট হলো চারটি শিশু সন্তান। জামালপুর জেলা শহরে বৃহস্পতিবার ১৯ জানুয়ারী রাতে বেসরকারি হাসপাতাল এপোলেতে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন একগৃহবধূ। জন্ম নেওয়া চার নবজাতকই মেয়ে। গৃহবধূ আঞ্জুয়ারা বেগম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চর-সরিষাবাড়ি এলাকার বাসিন্দা মোঃ বাবুর স্ত্রী ।
অস্ত্রোপচার করা গাইনি চিকিৎসক খায়রুল বাশার পলাশ বলেন, আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।
চার নবজাতকের বাবা মোঃ বাবু বলেন, আশা করি চার সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। চিকিৎসকরা আমার স্ত্রীকে সব সময় চেকআপের মধ্যে রেখেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।
নবজাতকদের মা বলেন, "আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে চারটি সন্তান দান করেছেন। একসঙ্গে চার সন্তানের জন্ম পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে"।