শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
21 Dec 2024 08:09 pm
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে শুক্রবার অবৈধ ট্রলির ধাক্কায় শিশু তাছফিয়া(০৭) মারা যায় । নিহত ওয়াসফিয়া পীরগঞ্জ পৌরসভায় তাহেরপুর মজিলা গ্রামের বাসিন্দা মোঃ রঞ্জু মন্ডলের ছোট মেয়ে। জানাগেছে ওয়াছফিয়া আক্তারকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী শাহজালাল এর ভ্যান যোগে ৭ নং বড় আলমপুর ইউনিয়নের খষ্টি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ভাগিনা রুবেল মিয়ার বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময় পথি মধ্যে খষ্টি গ্রামের খাদিমুল ইসলামের পুকুর পাড়ে পৌঁছিলে অপর দিক থেকে দ্বারিকা পাড়া গ্রামের রবিউল ইসলামের একটি বালু ভর্তি ট্রলি দ্রুতগতিতে এসে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যানটি উল্টে পুকুরের নিচে পড়ে গিয়ে ওয়াছফিয়া আক্তার জ্ঞান হারিয়ে ফেলে। আশেপাশে থাকা লোকজন তাৎক্ষণিক পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ওয়াছফিয়াকে মৃত ঘোষণা করেন