শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 09:59 am
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি ছোট ফতেহপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আহাদ আলী(৪৫)। দরিদ্র পরিবারে জন্ম নেয়া আহাদ আলী কিশোর বয়স থেকেই পেটের জ্বালা নিবারনে অন্যের দ্বারস্থ হতে হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় কন্ঠকে পুঁজি করেই অদম্য প্রতিভাবান একবার মানুষের মুখে শুনেই মুখস্থভাবে প্রচারণা করেই পরিবার পরিজন নিয়ে দিন যাপন করত আহাদ। কবছর আগেই পীরগঞ্জ উপজেলায় দখল ছিল আহাদের। উপজেলার সর্বত্রই আহাদের কন্ঠের পরিচিতি আছে। কোথাও কোন প্রচারনার প্রয়োজন হলেই তার ডাক পড়তো। প্রায় প্রতিদিন মাইকিং এর কাজ থাকায় ভালই দিন কাটত। সংসারের অভাব অনাটন ছিল না বললেই চলে।
হালে রেকডিং পদ্ধতি চালু হওয়ায় কপাল পোড়ে আহাদের। তারপরও মাইকের ব্যাটারী নষ্ট হওয়ায় প্রচার কাজও বন্ধ বছর ধরে এ যেন মরার উপর খাড়ার ঘা । তাই অভাব অনাটন এখন তার নিত্য সঙ্গী। সমাজের বিত্তবানদের কাছে আহাদ আলী তার তার পরিবার পরিজনদের মুখে দু'বেলা আহারের ব্যবস্থার জন্য তার ব্যবহৃত মাইকের ব্যাটারী জন্য আবেদ জানিয়েছেন।