শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
05 Jan 2025 07:20 pm
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রান ক্লাবে প্রবেশ করলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
শুক্রবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩৭ বলে ৪৪ রান করেন খুলনা টাইগার্সের তামিম। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান পূর্ণ করেন তামিম।
টি-টোয়েন্টিতে ৬ হাজার ৯৯৫ রান নিয়ে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৪০তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন গেল বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিদায় বলা তামিম।
২৪৩ টি-টোয়েন্টিতে তামিমের রান এখন ৭০৩৯। ৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। ব্যাটিং গড় ৩২ দশমিক ০৮ এবং স্ট্রাইক রেট ১১৯ দশমিক ৩৮। এর মধ্যে বাংলাদেশের হয়ে ৭৮ ম্যাচে একটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিতে ১৭৫৮ রান করেছেন তামিম।
তামিমের পরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। ৩৮৮ ম্যাচে ৬ হাজার ৫৪৬ রান করেছেন তিনি।