শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
31 Dec 2024 03:07 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিক্রির সময় ৫ বোতল ফেনসিডিলসহ জীবন খান নামের এক যুবককে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে সান্তাহার বশিপুর হামীম ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জীবন খান সান্তাহার বাঁশহাটি (নাহিদ চালকলের সামনে) এর বাসিন্দা শফিক খানের ছেলে। এ ঘটনায় ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন বাদি হয়ে রাতে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে সাস্তাহার ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান কালে জানতে পারেন বশিপুর হামীম ফিলিং স্টেশনের সামনে রাস্তা মাদক বিক্রি হচ্ছে। সন্ধ্যায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জীবন খানকে আটক করার পর তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গতকাল শুক্রবার আসামী জীবন খানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি