শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 10:59 am
আল-জাজিরার খবর, ইরাকের বসরা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় (বাংলাদেশ সময় রাত ১০ টা) অ্যারাবিয়ান গালফ কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ইরাক ও ওমান। টিকিট কেটে স্টেডিয়ামে প্রবেশ করারা ছাড়াও বিপুল পরিমাণ টিকিটহীন ব্যক্তি স্টেডিয়ামের আশপাশে উপস্থিত হয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশটির মাটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই ম্যাচটি দেখতে।
স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের বরতা দিয়ে আল-জাজিরা জানিয়েছে, টিকিট ছাড়া ব্যক্তিরা জোর করে মাঠে প্রবেশের চেষ্টা চালায়। এক পর্যায়ে লোকজন বাধভাঙা স্রোতের মতো প্রবেশ করতে থাকে। অনেকে আবার দেয়াল টপকেও ভেতরে প্রবেশ করে।
স্টেডিয়ামের অভ্যন্তরে সংবাদ সংগ্রহ ও ছবি তোলার দায়িত্বে নিয়োজিত বার্তা সংস্থা এএফপির একজন ফটোগ্রাফার বলেছেন, ব্যাপক জনসমাগমের কারণে লোকজন পদদলিত হচ্ছিল তখনও স্টেডিয়ামের দরজাগুলো বন্ধ ছিল। ঘটনা শুরুর পরপরই আহতদের হাসপাতালে নেওয়ার জন্য স্টেডিয়ামের পাশে জমায়েত হয় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স।
ইরাকের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, খেলা দেরিতে হলেও বৃহস্পতিবারই অনুষ্ঠিত হবে। তারা আরও জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের আবস্থা আশঙ্কাজনক। এ কারণে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যাদের কাছে ফাইনালের টিকিট নেই তাদের স্টেডিয়ামের আশেপাশের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। এতে বলা হয়, স্টেডিয়াম পূর্ণ এবং সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘যারা খেলা দেখতে চাইছেন তাদের সংখ্যা অনেক বেশি তবে আমরা চাই না এখানে আরও প্রাণহানির ঘটনা ঘটুক।’