শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
24 Nov 2024 04:11 am
বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম জানান, আগামী শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগেই বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। উর্দুতে পাকিস্তানের ভাই হারুন কুরেশী আম বয়ান করেন। পরে তা বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মনির।
তিনি জানান, বাদ মাগরিব হিন্দিতে বয়ান করবেন ভারতের মাওলানা জমশেদ। পরে তা বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। এর আগে বাদ জোহর মাওলানা ফারুক বয়ান করেন। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী। এ পর্যন্ত প্রায় ৫০টি দেশের প্রায় সাড়ে চার হাজার মুসল্লি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছে।
এরইমধ্যে মাওলানা সাদ অনুসারী দেশের ৬৪ জেলা ও বিদেশি লাখ লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছে। এছাড়া ইজতেমায় অংশ নিতে ময়দানে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে।
ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য ৮৫টি খিত্তায় ভাগ করা হয়েছে। ভোগান্তি এড়াতে মুসল্লিরা আগে থেকেই অবস্থান নেয় ময়দানে।
আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।