শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
06 Jan 2025 12:17 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- কুড়িগ্রামের অরুণিমা সাহিত্য পরিবারের উদ্যোগে গুণিজন ও সন্মাননা ও ‘অনন্ত অরুণিমা’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।
যারা সন্মাননা পেয়েছেন তারা হলেন, সমাজ সেবায় শফি খান, সাংবাদিকতায় এ্যাডভোকেট আহসান হাবীব নীলূ, এসএম নুরুল আমিন, সংগঠক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাহিত্যে আব্দুল খালেক ফারুক, নাজমুল হুদা পারভেজ, আবৃত্তিকার আশিকুর রহমান, স্কাউটার হাসিবুর রহমান।
অরুণিমা সাহিত্য পরিবারের রফিকুল হায়দার এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুড়িগ্রামের পৌর মেয়র মো: কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো: শাহাবুদ্দিন, অরুণিমার সভাপতি হাসানুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কবি নুসরাত জাহান ও আসিফ ওয়াহিদ প্রমুখ।