বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 02:54 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা-৫ আসনের নব নির্বাচিত সংসদ মাহমুদ হাসান রিপন জনগণের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের ভোটে নির্বাচিত আমি একজন সংসদ সদস্য হতে পেরেছি। আপনাদের সুখ-দুঃখ দেখার দায়িত্ব আমার। আপনাদের যে কোনো বিষয় সরাসরি আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো সমস্যাগুলো দ্রুত সমাধানের।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে শীতবস্ত্র বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন।
মাহমুদ হাসান রিপন এমপি বলেন, ইতোমধ্যে ফুলছড়ির বড় সমস্যাগুলো সমাধানে আমি সংসদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে উপস্থাপন করেছি। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত সংসদে কথা বলে যাব। আর আজ যারা শীতবস্ত্র পাননি তারা কেউ মন খারাপ করবেন না। আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন প্রমুখ।