বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
20 Dec 2024 01:09 am
বিশ জানুয়ারি প্রিয়তমার শুভ জন্মদিন
চৌত্রিশ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন,
হৃদয় জুড়ে পরস্পরে সুখে-দু:খে এক সাথে
এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত সফলতার পথে।
দর্শণ শোভন সুমধুর ভাষণ
দৃষ্টি নন্দন তার আকর্ষণ,
সুকেশী মিতভাষী হাসিখুশি
প্রিয়ভাষী দিবানিশি রাশি রাশি।
আকাশের উদারতা, সাগরের গভীরতা
ফাল্গুণের বনলতা, বাতাসের নীরবতা
চলমান মোদের প্রেম প্রীতি ভালবাসা,
তনু মনে হৃদয়ে আশা প্রত্যাশা।
হৃদয়ে ¯েœহ মমতায় ভরপুর
জন্ম তার ঐতিহাসিক গাজীপুর,
সে চায় শুধু আমার সুখ শান্তি ও সম্মান
তার ভালবাসায় রয়েছে পৃথিবী চলমান।
তার গুণে কর্মে সংসার শান্তিময়
জীবন সুখী-সুন্দর আনন্দময়,
তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা
পূরণ হোক তার মনের সব ইচ্ছা।
পরিচিতিঃ লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(কবি, লেখক, প্রাবন্ধিক, সমাজসেবক ও সংগঠক)
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি