বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
24 Dec 2024 07:18 pm
নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন পালন করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি’র আয়োজনে উপজেলার গৌরীপুরস্থ সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে বক্তব্যদেন লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণন্ত্রের প্রবক্তা ছিলেন। এখন দেশে গণতন্ত্র নেই। আগামীতে দেশের জণগনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে উৎখাত করে আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে এজন্য সকলকে ঐক্যদ্ধ থাকার আহবান জানান নেতারা।’
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো.সহিদুল ইসলাম