বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 07:24 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- জামালপুরে উন্নয়ন সংঘ (ইউএস)এর ‘মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস)’ কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চারদিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের উন্নয়ন সংঘ(ইউএস) এর মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও সিডস কর্মসূচির ফোকাল পারসন জাহাঙ্গীর সেলিম।
সিডস কর্মসূচির দেওয়ানগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘ (ইউএস) এর সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, কর্মসূচি ব্যবস্থাপক মো. সামসুদ্দিন, উপজেলা সমন্বয়কাীর রবিউল এমরান প্রমুখ।
প্রশিক্ষণে সহায়ক হিসেব দায়িত্ব পালন করেন সংস্থার সিডস কর্মসূচির কর্মকর্তা (শিক্ষা) সায়েদুল ইসলাম। প্রশিক্ষণে ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ২০ জন শিক্ষক অংশ নিয়েছেন।
জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তুলতে কর্মএলাকার ৫ বছর বয়সী ছেলেমেয়ের এ শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সরকারি কারকুলাম অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। উন্নয়ন সংঘ (ইউএস) এর সিডস কর্মসূচির আওতায় শিক্ষক নিয়োগ করে এদের শিক্ষা দান করা হয়। ইতিমধ্যেই এর সুফল পাওয়া গেছে বলে সংস্থা সূত্র জানায়।
সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ (ইউএস) কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার আড়াই হাজার পরিবার সরাসরি উপকার ভোগ করছে।