বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
06 Jan 2025 12:44 am
সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান রকিব :- ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় সুদের টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মানিক মিয়া (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। মানিক মিয়া ওই এলাকার মৃত এলেম মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে খালাতো ভাই আসমত আলী ও একই বাড়ির কাজলের স্ত্রী শিরিনকে সুদে এক লাখ টাকা দেন মানিক মিয়া। সেই টাকা ফেরত চাইলে তাদের দুজনের প্রায় সময় বাকবিতণ্ডা হতো। আজ সন্ধ্যায় আসমত আলী টাকা ফেরত নিতে মানিককে তার বাড়িতে যেতে বলেন। বাড়ি গেলে আসমত আলীর সঙ্গে মানিকের আবারও বাকবিতণ্ডা হয়।
এ সময় আসমত আলী, শিরিন ও শামসুন্নাহার নামে আরও এক নারী মানিকের ওপর হামলা করেন। মানিককে তারা মারধর করতে থাকেন। এক পর্যায়ে দেওয়ালের সঙ্গে চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত তিনজনই পরিবারসহ পলাতক আছেন। তাই তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, আমি এলাকায় নেই। মোবাইল ফোনে জানতে পেরেছি, সুদের টাকা লেনদেন নিয়েই এ ঘটনা ঘটেছে।