বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 04:41 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গাঁজা ও হেরোইনসহ হাফিজুল ইসলাম জাম্বু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাম্বু সান্তাহার পৌর শহরের নতুন বাজার হঠাৎপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, মাদক কারবারি হাফিজুল ইসলাম জাম্বু তার বসতবাড়ির সামনের রাস্তায় মাদক নিজ হেফাজতে নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছিল। এমন গোপন সংবাদ পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে সান্তাহার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইনসহ হাফিজুল ইসলাম জাম্বুকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, মাদক আইনে মামলা দিয়ে গত বুধবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আবু মুত্তালিব মতি