বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
18 Dec 2024 12:45 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে ৩ কেজি গাঁজাসহ এ দম্পতি স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের এসআই(নিঃ) রাজু ইসলাম, এর নেতৃত্বে গাড়ি চেকিং এর ডিউটি করাকালে আজ ১৮ জানুয়ারী বেলা পৌনে তিন ঘটিকার সময় যাত্রী বাহী বাস BEST ONE, যাহার রেজি নম্বর রংপুর –ব-১১-০০৪৭ থামিয়ে চেকিং করাকালে ১। আঃ মজিদ (৫০) ও তার স্ত্রী ২। মোছাঃ লাইলি বেগম (৪০) এর নিকট থাকা ব্যাগের ভিতর লাল পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ০৩(তিন) কেজি গাঁজা উদ্ধার পূর্বক গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ১। আঃ মজিদ (৫০) কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বেতবাড়িয়া গ্রামের মৃত আঃ কাদের ছেলে। ও ২। মোছাঃ লাইলি বেগম (৪০), স্বামী-আঃ মজিদের স্ত্রী চুয়াডাঙ্গা জেলা সদরের নেহালপুর গ্রামের মৃত খলিল সরকারের কন্যা।
এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-১৩ তারিখ-১৮/০১/২০২৩, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।