বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
18 Dec 2024 04:41 am
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন শফিক বলেন, মানবতার মার্কা নৌকা উন্নয়নের মার্কা নৌকা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বগুড়া সদর আসনে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে মনোনীত করেছেন নৌকার মাঝি হিসেবে। এই উপনির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমাদের উন্নয়নের মার্কা নৌকা এবং মানবতার মার্কা নৌকা মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। সারাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে বগুড়া সদর আসনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।
এই বগুড়াতে এগিয়ে নিতে হলে প্রধানমন্ত্রীকে এই আসন উপহার হিসেবে দিতে হবে। আমাদের সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় পারে নৌকার বিজয় নিশ্চিত করতে। স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় শুরু থেকে বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করেছে। আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শ গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আজ শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের মধ্যে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা এবং বগুড়ার সমস্যা সমাধানে নৌকার মাঝি রিপু ভাইকে বিজয়ী করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এক হয়ে দেশের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য কাজ করে যেতে হবে। বুধবার বিকেলে বগুড়ায় পর্যটন মোটেলে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বগুড়া পর্যটন মোটেল ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আমিনুল ইসলাম ও অন্যান্যরা। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত তারা মিরা ও সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকার এবং মহিলা আওয়ামীলীগ নেত্রীরা, বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এসএম মিল্লাত হোসেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোহা, অধ্যক্ষ জাফর আলমগীর, উপাধ্যক্ষ ডক্টর বেলাল, অধ্যাপক সুলতান, অধ্যাপক সুজাউদ্দৌলা, ডাঃ শাহিন, বিশিষ্ট শিল্পপতি শামসুল হক বেনু, রবিউল ইসলাম লিটন, ব্যাংকার দিলীপ, মোফা ও ব্যাংকার সাবিনা সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সামাজিক সংগঠনের শুভেচ্ছা বিনিময় করেন।