বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 07:48 pm
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দিনাজপুরের হিলিতে কালের কন্ঠ শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে ২০০ শত হতদরিদ্রদের ও শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে কালের কন্ঠ শুভসংঘ আয়োজনে অসহায় ও শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন।
এসময় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,হাকিমপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া,ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম,কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান,কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোঃ আবীর খান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, শুভ সংঘের জেলা সভাপতি রাসেল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, দপ্তর সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, কালের কণ্ঠ'র বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ গোলাম মোস্তফা,প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা: আলতাব হোসেন,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুল শুভসংঘের হাকিমপুর শাখার শুভসংঘের সভাপতি-সাধারণ সম্পাদক এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিধিরা উপস্থিত ছিলেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম