বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
24 Nov 2024 10:09 pm
৭১ভিশন ডেস্ক:- ২০৩০ বিশ্বকাপ নিজেদের মাটিতে আয়োজনের জন্য উঠেপড়ে লেগেছে সৌদি আরব। যৌথভাবে পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে বিডিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে আরব দেশটির। গুঞ্জন উঠেছে, সৌদি ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এবং দেশটির ফুটবলের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে পিএসজির সঙ্গে সে দেশের ক্লাবগুলোর অল স্টারদের ম্যাচটি আয়োজন করছে সৌদি আরব।
আগামীকাল রাতে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে বহুল প্রতীক্ষিত ম্যাচ। এ ম্যাচের মধ্যদিয়ে বহুদিন পর আবারও লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখার সুযোগ পাবে ফুটবল বিশ্ব। ম্যাচটি খেলতে ইতোমধ্যে প্যারিস থেকে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন মেসি-এমবাপে-নেইমাররা।
অল স্টারদের বিপক্ষে মাঠে নামতে বুধবার সৌদি আরবের দোহায় পৌঁছেছে পিএসজি। নিজেদের অফিশিয়াল ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি জানিয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। ম্যাচকে সামনে রেখে দোহাতেই অনুশীলন করবে ক্লাবটি। এরপর সেখান থেকেই ভেন্যুর উদ্দেশ্যে রিয়াদে উড়াল দিবে মেসি-নেইমাররা।