বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
22 Aug 2025 04:33 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ‘ [ ১৮ জানুয়ারি ২০২৩ খ্রি.]শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২/২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২/২৩ এর শুভ উদ্বোধন করেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর।
উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় রেঞ্জের চারটি জেলার ৪টি পুলিশ ক্রিকেট দলের খেলোয়াড়-কর্মকর্তা ও খেলার পরিচালকদের সাথে পরিচিত এবং কুশল বিনিময় করেন।
ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টি-টুয়েন্টি ফরমেটে নির্ধারিত ২০ ওভারের খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে শেরপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও অনবদ্য ফিল্ডিংয়ের মুখে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল ১৩ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৮৩ রান করে সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল ১০ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল ৮ উইকেটে জয়লাভ করে।
দিনের অপর খেলায় জামালপুর জেলা পুলিশ ক্রিকেট দলের বিপক্ষে ৪ উইকেটের জয়লাভ করেছে নেত্রকোনা জেলা পুলিশ ক্রিকেট দল।
ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ খেলায় উপস্থিত থেকে উপভোগ করেন জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর; জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নেত্রকোনা সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
উল্লেখ্য, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন স্বাগতিক শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার ৪টি পুলিশ ক্রিকেট দল নক-আউট পর্বের ভিত্তিতে টি-টুয়েন্টি ফরমেটে এ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।