বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
09 Jan 2025 10:15 pm
নিজস্ব প্রতিবেদকঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আতœার মাগফিরাত কামনা করে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বুধবার বাদ আসর দোয়া খায়ের ও দুঃস্থ্যদের মাঝে তবারক বিতরন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ওই কর্মসুচি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও খাবার বিতরনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, ভিপি কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা ছাত্রদলের নেতা সোহরাব হোসেন বাপ্পী, আবু আশা সিদ্দিকী রাকিব, আতিকুর রহমান রিমন, সামিউল সাদাত সুজন, আলমগীর হোসেনসহ আযিজুল হক কলেজ ছাত্রদল, শাহ সুলতান কলেজ ছাত্রদল, শহর ছাত্রদল, সদর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল্লাহ।