বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 11:29 pm
ছদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ একটি হুইল চেয়ারেই পারে প্রতিবন্ধী রাকিব আলীর(১২)এর চলাফেরার সহযোগী। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৫নং কাবিলপুর ইউনিয়নের আজমপুর গ্রামে চা দোকানী বেলাল মিয়ার শারীরিক প্রতিবন্ধী ছেলে রাকিব হোসেন(১২)।
জম্মের পর থেকেই হাত ও পা মোরানো। হাত পা মোরানো অবস্থায় মাটি ঘেঁষে চলাচল করছে রাস্তায়।
একটি হুইল চেয়ারের অভাবে জন্মের পর থেকেই মানবেতর জীবন যাপন করছে সে। রাকিব আলীর পরিবারের আকুতি,তার একটি হুইল চেয়ারের প্রয়োজন। চারটি হাত পায়েই তার নষ্ট। হাত ও পা দিয়ে কোনও ভাবেই হাটা চলা করতে পারে না। হাত ও পায়ের অধিকাংশই বাঁকা।
হুইল চেয়ার না থাকায় হাতের উপর ভর করে মাটি ঘেঁষে চলাচল করে সে।
১২ বছরেও একটি হুইল চেয়ার জোটেনি তার কপালে। হুইল চেয়ার হলে কিছুটা স্বাভাবিক চলাচল করতে পারবে বলে জানান এলাকার মাজেদুর রহমান জানান।