বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
31 Mar 2025 07:43 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ‘জীবাশ্ম জ্বালানি বন্ধ ও নবায়নযোগ্য শক্তি এতেই জলবায়ু সংকটের মুক্তি’ স্লোগানে গাইবান্ধায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে জলবায়ু ও পরিবেশেবাদী সংগঠন ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ গাইবান্ধা টিমের সদস্যরা এ সাইকেল র্যালির আয়োজন করেন।গাইবান্ধা পৌরপার্ক থেকে সাইকেল র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে র্যালিটি শেষ হয়।
র্যালিতে গাইবান্ধা পৌর সভার প্যানেল মেয়র মোহাম্মদ শহীদ মিয়া, গাইবান্ধা জেলা রোভার সম্পাদক ধীরেশ চক্রবর্তী, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস'র বিভাগীয় সমন্বয়ক মারুফ মিয়া, জেলা সহ-সমন্বয়কারী মো. অয়াকিল আহম্মেদ জায়েদসহ সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, বিশুদ্ধ বাতাস ও নবায়নযোগ্য শক্তির জন্য সচেতনতা বৃদ্ধি, বিদ্যুতের অপচয়রোধে জনসাধারণকে সচেতন করতেই এ সাইকেল র্যালির আয়োজন করা হয়।