বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
08 Jan 2025 02:20 am
বিদেশি কর্মী নিয়োগের জন্য দেশটির ‘মাইফিউচারজবস’ পোর্টালের পরিবর্তে এখন থেকে সরাসরি মন্ত্রণালয়ের ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) মাধ্যমে উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং খাদ্য ও পানীয় খাতে বিদেশি কর্মীদের জন্য যাবতীয় তথ্যাদি দিয়ে আবেদন করতে পারবেন নিয়োগকর্তারা।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবাকুমার।
তিনি জানান, আবেদন প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে মানবসম্পদ মন্ত্রণালয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদন দেবে। এছাড়া যেসব নিয়োগকর্তা চলতি বছরের ১৭ জানুয়ারির আগে এফডব্লিউইর অনুমোদন এবং ই-কোটা মডিউলের মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন জমা দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রণালয়ের অভিবাসী শ্রমিক ব্যবস্থাপনা বিভাগে (০৩-৮৮৮৫ ২৯৩৯/২৯৪০) ফোন করে এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন নিয়োগকর্তারা।
সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, বিদেশি জনশক্তির জন্য বিভিন্ন খাতের চাহিদা মেটানোর লক্ষ্যে পুত্রজায়া অফিস একটি ‘বিশেষ পরিকল্পনা’ তৈরি করবে যার ফলে নিয়োগকর্তারা কোটা বা কর্মসংস্থানের পূর্বশর্ত পূরণ না করে তাদের সামর্থ্য ও প্রয়োজনের ভিত্তিতে ১৫টি উৎস দেশ থেকে বিদেশি কর্মী নিতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন, ‘এই শিথিল শর্তগুলো স্থায়ী নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণের জন্য কেবল একটি অস্থায়ী পদক্ষেপ।’