মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
28 Dec 2024 12:32 am
নাটোর প্রতিনিধিঃ লাইসেন্স না থাকায় অভিযান চালিয়ে নাটোরের লালপুর উপজেলার ৩টি ইটভাটা মালিকের ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। উপজেলার মঞ্জিলপুকুর এলাকার জেএইচবি ইটভাটার মালিক হাফিজুল ইসলামকে ৭ লাখ টাকা, এমকেএম ইটভাটার মালিক সবুর আলীকে ৫ লাখ টাকা এবং মাধবপুর পালপাড়া এলাকার এইচবিআর ইটভাটার মালিক মাসুদুর রহমান সান্টুকে ৭ লাখ টাকাসহ মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিনিয়র কেমিস্ট) সুকুমার সাহা বলেন, ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ ও ৮ ধারা অনুযায়ী লাইসেন্স না থাকা, অবৈধভাবে মাটি সংগ্রহ ও জ্বালানী কাঠ ব্যবহার করা এবং জিকজ্যাক চুল্লি ও ছাড়পত্র না থাকায়, বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনের অপরাধে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ ছাড়া মোহরকয়া চর এলকায় এমআরবি ইটভাটায় অবৈধ ড্রাম চিমনী ব্যবহার করায় তা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
মো. আশিকুর রহমান টুটুল