মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
28 Dec 2024 03:38 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পূর্ব শত্রæতার জেরে নুহু আলম বাপ্পি নামের এক ছাত্রলীগ নেতার পথরোধ করে মারধরে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় আদমদীঘি সদরের ওমর মটরসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে ওই ছাত্রলীগ নেতা নুহু আলম বাপ্পি বাদী হয়ে সাকিব, নাজমুল, ফরহাদ, ফয়সালসহ অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানাযায়, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের সাওইল গ্রামের ছাত্রলীগ নেতা নূহু আলম বাপ্পির সাথে তালশন গ্রামের সাকিবের কয়েক মাস ধরে বিরোধ চলে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় নুহু আলম বাপ্পি নামের ওই ছাত্রলীগ নেতা মোটরসাইকেল যোগে আদমদীঘি থেকে মুরইল যাচ্ছিল। এসময় উপজেলা সংলগ্ন ওমর মটরসের সামনে জনৈক সাকিব, নাজমুল, ফরহাদ, ফয়সালসহ আরও অজ্ঞাত কয়েকজন তার পথরোধ করে মারধর করলে সে আহত হয়। স্থানীয়রা তাকে অহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ঘটনায় ভুক্তভোগী বাপ্পি বাদী হয়ে সাবিক ও অজ্ঞাতসহ ৮ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সাকিব সাংবাদিকদের জানান, শুধু কথা কাটাকাটি হয়েছে মারধরের কোন ঘটনা ঘটেনি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া বিষয় নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আবু মুত্তালিব মতি