মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
01 Jan 2025 01:51 pm
আামদীঘি (বগুড়া) প্রতিনিধ : বগুড়ার আদমদীঘিতে অটোভ্যান যোগে মাহফিলের পোষ্টার লাগিয়ে ফেরার পথে ঢাকাগামী শাহ ফতেহ আলী নামের বাসের ধাক্কায় ৬জন ভ্যান যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে শাকিব, রবিন ও ভ্যানচালক বাবু আশঙ্কা জনক হওয়ায় তাদের নওগাঁ সদর হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত সোমবার বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পুর্ব ঢাকারোড বড়আখিড়া নামক চারমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, গত সোমবার বিকেল সাড়ে ৫ টায় মাহফিলের পোষ্টার লাগিয়ে অটোভ্যান যোগে নিজ বাড়ি ফেরার পথে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘী উপজেলার বড়আখিড়া গ্রামের চারমাথা নামক স্থানে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া ঢাকা মেট্রো ব ১১-৯৮১৭ শাহ ফাতেহ আলী পরিবহনের সাথে ধাক্কা লাগে। এতে উপর পোওতা গ্রামের ভ্যানচালক বাবু (৫২) একই গ্রামের রবিন (২০) আলামিন (২১), রাকিবুল (২০), মেহেদী (২০) ও শাকিব (২০)। আহতদের মধ্যে আংশকা জনক অবস্থায় শাকিব, রবিন ও ভ্যানচালক বাবুকে বগুড়া শজিমেকে স্থানান্তার ও অপর তিনজন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আবু মুত্তালিব মতি