মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 06:33 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান আলী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার(১৬ জানুয়ারি) রাতে উপজেলার জিনইর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত রায়হান আলী আদমদীঘি সদর ইউনিয়নের ছোট জিনইর গ্রামের বাবলু শেখের ছেলে।
পুলিশ জানান, গ্রেফতারকৃত রায়হান আলী তার বসত বাড়ীর সামনে রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টায় ওই স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারসহ তার কাছে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।