মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
08 Apr 2025 08:04 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনে যাত্রীদের লাগেজ চুরি ও পকেট কাটার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত সোমবার রাত ১০ টায় সান্তাহার স্টেশনের প্লাটফরম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁর ভবানীপুর গ্রামের তাহের আলীর ছেলে নুরুজ্জামান (২৪), আব্দুল আলীমের ছেলে স্বপন (২৮) এবং দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওর গ্রামের আব্দুল খালোের ছেলে জাহিদ হাসান (১৯)। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় চুরি সংক্রান্ত মামলা হয়েছে।
পুলিশ জানায়, উল্লেখিত আসামীরা সান্তাহার রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন ট্রেনে যাত্রীদের লাগেজ চুরি ও পকেট কেটে চুরি সংঘটিত করছিল। গত সোমবার রাতে একই অপরাধে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।