মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
30 Dec 2024 01:23 am
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের প্রবীন সাংবাদিক প্রদ্যোৎ মুখার্জীর মৃত্যবরণ আউড়িয়া মহাশশ্মানে সৎকাজ সম্পন্ন। নড়াইলের প্রবীন সাংবাদিক প্রদ্যোৎ মুখার্জী নড়াইল পৌরসভার কুড়িগ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ কন্যাসহ বহু আত্মীয় -স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। প্রদ্যোৎ মুখার্জীর মৃত্যুতে নড়াইলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
প্রদ্যোৎ মুখার্জী যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার নড়াইল প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। সর্বশেষ তিনি দৈনিক খেদমত পত্রিকার নড়াইল প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন। সোমবার বিকেলে আউড়িয়া মহাশশ্মানে তার সৎকাজ সম্পন্ন হয়েছে।