মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
19 Dec 2024 08:05 pm
আসাদ সবুজ, বরগুনাঃ বরগুনায় বৈদ্যুতিক খুটিতে থাকা ট্রান্সমিটার চুরি করার সময় এক চোরকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসি। এসময় আটককৃতের সাথে থাকা সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
মঙ্গলাবার (১৭ জানুয়ারী) ভোররাত সাড়ে ৫.০০টার দিকে সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের বুর্জির হাট এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসীর হাতে আটক হওয়া চোর ইসরাফিল প্যাদা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা(তোতার বান্দা) এলাকার জনৈক শাহ-আলম প্যাদার ছেলে। সাথে থাকা সহযোগী একই এলাকার পার্শ্ববর্তী বাড়ীর ফারুকের ছেলে আজমল ছিলো বলে জানায় ইস্রাফিল। ইস্রাফিল এর আগে ঠিকাদারের অধিনে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করতো বলে জানা গেছে।
স্থানীয় তাহের খানের ছেলে হারুন খান বলেন, ভোররাতে নামাজ পড়ার জন্য ঘাটলায় ওজু করতে গেলে জোরে শব্দ শুনতে পাই। আমার সাথে থাকা বাদল খানের ছেলে আবু সালেহকে নিয়ে সামনে এগিয়ে গিয়ে ইস্রাফিলকে বৈদ্যুতিক খুটির উপরে দেখতে পাই, আর একজনকে দৌড়ে যেতে দেখি। পরে স্থানীয় লোকজন ডেকে আমরা ইস্রাফিলকে আটক করে বরগুনা থানায় মুঠোফোনে যোগাযোগ করি। পুলিশ এসে ইসরাফিলকে থানায় নিয়ে যায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আহমেদ বলেন, আটক ইসরাফিলকে থানায় পুলিশ হেফজতে নিয়ে আসা হয়ছে। এখনো মামলা হয়নি তবে মামলা হবে, কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।