মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
05 Jan 2025 10:49 pm
৭১ভিশন ডেস্ক:- ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে সুখের সংসার করছেন ।এবার স্বামী ও সন্তানকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। সেটিও আলোচিত হয়েছে।
মূলত মা-বাবা হওয়ার পর একমাত্র ছেলেই যেন সব এ তারকা দম্পতির। নিজেদের মধ্যে ভালোবাসার মান-অভিমান থাকলেও সেসব ভেঙে ফিরে আসতে হয় তাদের একমাত্র ছেলের টানে। বেশ কিছু দিন আগেই ছেলে রাজ্যের পাঁচ মাস হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে ঘরোয়া আয়োজন করে রাজ-পরী। সেই সময় ছেলে রাজ্যকে নিয়ে পরীমনি লিখেছিলেন— ‘বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’
এবার শুধু ছেলে নয়, স্বামী-ছেলেকে নিয়েই স্ট্যাটাস দিলেন এ অভিনেত্রী। সোমবার নিজের ব্যক্তিগত প্রোফাইল ও অফিশিয়াল পেজে রাজ ও রাজ্যের একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে তিনি লেখেন— ‘তারা ভিটামিন ডি খায়।’