মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 06:07 am
৭১ভিশন ডেস্ক:- গুঞ্জন রটেছে সৌদির আরেকটি ক্লাব আল হিলাল নাকি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে দলে নিতে যাচ্ছে।
যদিও বিষয়টি নাকোচ করে দিয়েছে সৌদির ক্লাবটি। বরং ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের জোর সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন তারকার।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কাছে স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ ও স্বনামধন্য সাংবাদিক গিলেম বালাগ বলেছেন, ‘এমন কোনো প্রস্তাব মেসিকে দেওয়া হয়নি। পিএসজি ও মেসি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বৈঠকে বসবে যাতে তাকে প্যারিসে ধরে রাখার চুক্তি চূড়ান্ত করা যায়।’
ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্ডেসলিগা ও ফরাসি লিগ ওয়ানের দলবদল ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অপর দুটি স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আর দলবদল ২ জানুয়ারি থেকে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।