সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
06 Jan 2025 01:38 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়-গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মন্ডলবাড়ী চত্বরে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
একটি সামাজিক প্রতিষ্ঠান নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা আমেরিকা প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউ-এর নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে ৩শ’ কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ সদস্য রশিদুল ইসলাম সরকার, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মাস্টার, বরিশাল ইউপি সদস্য মাজিজুস সোবহান মাজু ও মোছা. জেসমিন আকতার প্রমূখ।
উল্লেখ্য; ফাউন্ডেশনটি দীর্ঘদিন থেকে সমাজের অসহায়-দুঃস্থ, দরিদ্র ও ছিন্নমূল মানুষদের নিরলস বিভিন্ন মুখি সাহায্য-সহযোগিাত করে আসছেন।