সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 09:35 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২০ সদস্য বিশিষ্ট সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতির একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম শাহীনের সার্বিক দিক-নিদের্শনায় সংগঠনের ৫৬জন ভোটারের মধ্যে ৫১জন তাদের ভোট প্রয়োগ করেন। তন্মধ্যে একটি ব্যালট নষ্ট হয়। অবশিষ্ট ৫০ ভোটের মধ্যে গরুরগাড়ী প্রতীকে আবু বকর প্রধান ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম ছাতা প্রতীক আলহাজ্ব রফিকুল ইসলাম মিনু মাস্টার ১৪ ভোট এবং শহিদুল ইসলাম বাদশা মাছ প্রতীকে সমান সংখ্যক ১৪ ভোট পান।