সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 10:36 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের বাস্তবায়নে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩-এর সমাপনী ও পুরস্কার বিতরণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে স্থানীয় এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম ছাড়াও উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবারে ক্রিকেট, ভলিবল, ব্যাটমিন্টন, এ্যাথেলেটিকস্ ও দৌড়সহ ৪২টি পৃথক ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতি ইভেন্টে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় দু’জন করে মোট ঘোষিত ১২০ জনকে পুরস্কৃত করা হয়।