সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
28 Dec 2024 03:57 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলা পরিষদের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিদের মাধ্যমে শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গরীব,দুস্থ অসহায় জন্য এসব শীতবস্ত্র জনপ্রতিনিধিদের হাতে বিতরণ করেন,গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,পৌর মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সাধারন সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় জেলা পরিষদ সদস্য রুনা আরজুমান আরা ইডেন,কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাষ্টার, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু,সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান,কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ,গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ,কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি,রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মাষ্টার,নাকাই ইউপি চেয়ারম্যান খন্দকার সাজু, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব,শাখাহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সচিব,পৌর প্যানেল মেয়র রিমন -২ তালুকদার পৌর কাউন্সিলর বৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,আওয়ামী লীগ,অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।