সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
05 Jan 2025 10:43 pm
নাটোর প্রতিনিধিঃ নাটোরে লালপুরে ১০ দফা দাবী আদায় ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠন।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে লালপুর উপজেলার গৌরীপুরস্থ লালপুর-ঈশ্বরদী সড়কে এই বিক্ষোভ করে নেতাকর্মীরা। পরে গৌরীপুরস্থ সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বাস ভবনে সমাবেশে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম মোলামসহ বিএনপিও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় সমাবেশে ‘১০ দফা দাবি মেনে নিয়ে দ্রæত নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে এই সংকট দূর করারসহ বিদ্যুতের দাম কমানোর দাবী জানান বক্তারা।’
মো. আশিকুর রহমান টুটুল