রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
19 Dec 2024 04:36 am
আসাদ সবুজ, বরগুনাঃ বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল সন্দেহে ৪ ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। পরে তাদের মধ্য থেকে ৩জনকে আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালীর সম্পৃক্ততায় ভ্রাম্যমান আদালতের গ্রেফতার দেখিয়ে সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাকি একজনকে অসুস্থতার কারনে ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারী) বিকেল পৌনে তিনটার দিকে বরগুনা পৌরসভার কালিবাড়ি এলাকার বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা সংস্হার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান মিলন।
সাজাপ্রাপ্তরা হলেন, বরগুনা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে চাকুরী করে যাওয়া ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হদুয়া গ্রামের বাসিন্দা মিরাজ মোল্লা (৩৫), পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী গ্রামের জাকির হোসেন, সদরের লাকুরতলা গ্রামের তারিকুল ইসলাম। আটককৃত পৌর শহরের বালিকা বিদ্যালয় সড়কের বিজন কুমার ঘোষকে অসুস্থতার কারনে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্বে থাকা বরগুনা জেলা গোয়েন্দা সংস্হার উপ পরিদর্শক জ্ঞানকুমার বলেন, সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন যাবৎ সাধারন মানুষকে পাসপোর্ট করার নামে হয়রানি করে আসছে। এরা সাধারন মানুষকে জিম্মি করে সাধারন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিন করে সাজা দেওয়া হয়েছে।