রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
26 Nov 2024 02:57 pm
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের হিলিতে জনপ্রতিনিধি রাজনীতিবিদ সুধিজন সাংবাদিকদের নিয়ে সুষ্ঠ বর্জ ব্যবস্থাপনা স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক পাঁচদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। পানি সরবরাহ ও মানববর্জ ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে হিলি পৌরসভা কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করা হয়। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই কর্মশালা চলবে।
এতে সুষ্ঠ বর্জ ব্যবস্থাপনা স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক বিভিন্ন তথ্য ও উপাত্ত তুলে ধরার পাশাপাশি করনীয় সম্পর্কে অবগত করা হয়।প্রতিদিন ২০জন করে ৫দিনে সর্বমোট ১শ জন এই কর্মশালায় অংশ নিবেন। পৌরমেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ ও মানববর্জ ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী নাইমুল এহসানসহ অনেকে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম