রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
04 Apr 2025 11:30 pm
![]() |
পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর মাধ্যমেই যেনো জাতীয় নির্বাচনের দাবিতে আবার সরব হয়ে উঠলেন তিনি।
খবরে বলা হয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। কারণ হিসেবে ধরা হচ্ছে ওই প্রদেশেও পিটিআই-সমর্থিত জোট সরকার রয়েছে। ধারণা করা হচ্ছে নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ দুই প্রদেশে সরকার গড়তে চায় পিটিআই।
এদিকে পিটিআই ও দলটির চেয়ারম্যান ইমরান খান কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে পাঞ্জাবে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। সংবিধান মেনে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে দেশটিতে। প্রদেশটিতে নতুন করে নির্বাচন চায় পিটিআই।
এর আগে গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর থেকেই পাকিস্তানে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন ইমরান খান। দেশজুড়ে পিটিআই’র লংমার্চে চাপে থাকলেও যথাসময়ে নির্বাচন করার সিদ্ধান্তে অটল থাকে শাহবাজ সরকার।