রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
22 Apr 2025 06:18 am
![]() |
মোঃ আঃ হাই সিদ্দিক, নিজস্ব প্রতিবেদক:- জয়পুরহাটের কালাইয়ে আহম্মেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর মন্ডল তালাশ নামের এক জীবিত ব্যক্তিকে মৃত্যুর সার্টিফিকেট দ্বারা মৃত ব্যক্তি বানিয়েছে।জানা গেছে, ১৮/১০/২০২০ সালে কালাইয়ের আহম্মেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর মন্ডল কালাইয়ের আহম্মোবাদ ইউনিয়নের রাঘবপুর গ্রামের মোঃ মোবারকের ছেলে জীবিত মোঃ তালাশ মন্ডল (৩০) কে সাইত্রিশ বছর আগে সে সাত বছর বয়সে মৃত্যুবরণ করেছে এমন ভাবে প্রমাণ করেছে আহম্মোবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর মন্ডল প্রত্যয়ন পত্রে তার ইনশিয়র মূলক সীলসহ স্বাক্ষর দ্বারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঘবপুর গ্রামের মোঃ মোবারকের ছেলে মোঃ তালাশ জীবিত আছে। রাঘবপুর গ্রামের মোঃ ইজার আলী জানায়, রাঘবপুর গ্রামের মোবারকের ছেলে মোঃ তালাশ জীবিত আছে। ইজার আলী আরো জানায়, আমাদের গ্রামের প্রায় সকল লোক এ জানে যে, মোবারকের ছেলে মোঃ তালাশ জীবিত।