রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 10:27 pm
৭১ভিশন ডেস্ক:-বাউলের গানে ঋদ্ধ হলেন বগুড়ার দর্শক শ্রোতারা। গানে গানে মুগ্ধতা ছড়িয়ে বাউল শিল্পীরা অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলে গেলেন। নানা গানে আর কড়তালিতে ভরে ছিল বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বাউল গানের আসর।
বগুড়া বাউল গোষ্ঠির আয়োজনে দিনব্যাপী বাউল উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী পিপিএম, বিপিএম। অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অনুশীলন'৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি প্রকৌশলী মনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া বাউল গোষ্ঠির সভাপতি আবু সাঈদ সিদ্দিকী। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ পিপিএম পদকে ভূষিত হওয়ায় জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বগুড়ার গুণীজন হিসেবে সম্মাননা প্রদান করা হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বাচিক শিল্পী অধ্যক্ষ শ্রাবণী সুলতানাকে।
বগুড়া শব্দ কথন সাহিত্য আসরে সাধারণ সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদ করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, আনন্দ কণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, অভিনেতা শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে বাউল সঙ্গিত পরিবেশন করেন বাউল সুকুমার বাউল, অন্তরা, লাকী সরকার, জীবন সরকার, জিহাদ সরকার, জগদীশ, জোহা, পলাশী রানী, রুনা আক্তার, সুমনা, বৃষ্টি, জিয়া, ধন্য, আশুতোষ সহ বগুড়া বাউল গোষ্ঠির শিল্পীবৃন্দ। এর আগে সকালে বাউল শিল্পীদের নিয়ে একটি বাউল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।